প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহর ফেসবুক আইডি হ্যাক

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ১১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইমিরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা মঙ্গলবার রাতে আইডিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানা গেছে।

অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, 'আমি যে ডিভাইসটি ব্যবহার করছি সেই সেলফোন থেকে আমার ফেসবুক আইডিটিতে এখন আর প্রবেশ করতে পারছি না। সঠিক ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়েও আইডিটিতে প্রবেশ করা যাচ্ছে না।'

 অধ্যাপক এবিএম আব্দুল্লাহর মেয়ে ডা. সাদিয়া সাবাহ বলেন, 'বাবার আইডিতে অনেক ফ্যান-ফলোয়ার রয়েছে। এই আইডিটি ব্যবহার করে হ্যাকাররা এখনো কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ায়নি; তবে আমরা এমনটি আশঙ্কা করছি। বিষয়টি আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েছি। রমনা থানায় জিডিও করা হয়েছে।'

এ ঘটনায় জড়িত হ্যাকার শনাক্ত করার জন্য সব ধরনের প্রযুক্তিগত তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআর)