আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলে যাব: হাইকোর্ট

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ১৩:১০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ১৫:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্যাংকগুলোর অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়ম সামনে আসার পর দুর্নীতিবাজদের কড়া সমালোচনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ব্যক্তিগতভাবে আমরা কারও বিরুদ্ধে কথা বলি না। কেউ আমাদের শত্রু নয়। দেশ ও জনগণের স্বার্থে কথা বলি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই আমাদের উদ্দেশ্য।

আলোচিত বেসিক ব্যাংকের অর্থপাচারের ঘটনায় দুর্নীতি দমন কমিশন—দুদকের করা একটি মামলার শুনানিকালে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

খুরশিদ আলম খান দুদকের পক্ষে আর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘দুর্নীতিবাজ যত প্রভাবশালী ও যত বড়ই হোক না কেন আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেই যাব। আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে দুর্নীতি নির্মূল করাই আমাদের লক্ষ্য।’

একদিন আগে সোমবার বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার আসামি মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির সময় দেশের ব্যাংকগুলোতে অর্থ কেলেঙ্কারির বিষয়ে দুদকের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের একই বেঞ্চ।

ওইদিন আদালত বলেন, ‘সব ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব? এটা কি হয়? এসব অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিষয়ে দুদক যা করছে, তাতে মনে হয়— আমরা যেন নাটক দেখছি। নাটক দেখে হাততালি ছাড়া আর তো কিছু দেওয়ার নেই। হয় হাততালি দিতে হবে, না হয় বসে থাকতে হবে।’

প্রসঙ্গত, বেসিক ব্যাংকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। দীর্ঘদিন ধরে মামলাগুলোর তদন্ত চলছে।

এদিন আদালত বেসিক ব্যাংকের অর্থপাচার মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে দুদককে নির্দেশ দেন। এছাড়া বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ আলী চৌধুরীকে জামিন দেননি আদালত।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/ডিএম)