মেসির হাতে বাংলাদেশের পতাকা, ভক্তদের ‘ভার্চুয়াল উপহার’

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ১৫:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গোল শেষে উদযাপনের উদ্দেশে ছুটছে লিওনেল মেসি, হাতে বাংলাদেশের পতাকা। সোমবার রাতে মেসির জয় উদযাপনের এমনই একটি ছবি টুইট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানান দিয়েছে, ফুটবলের কোনো সীমানা নেই।

মেসির হাতে নিজের দেশের পতাকা দেখে চমকে উঠছেন বাংলাদেশি ভক্তরা। প্রথমেই ছবির সত্যতা নিয়ে ধাক্কা খাচ্ছেন তারা। তবে ছবিটি আসলে ফটোশপে তৈরি করা।

মজার বিষয় হলো, ছবিটি কোনো বাংলাদেশি সমর্থক তৈরি করেনি। বাংলাদেশে থাকা অসংখ্য লিওনেল মেসির আর আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসার প্রতিদান স্বরুপ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেরাই ছবিটি তৈরি করে তাদের ফেসবুক ও টুইটারে প্রকাশ করে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পোস্ট করা ওই ছবিটির কমেন্ট বক্সে অসংখ্য আর্জেন্টাইনরা বাংলাদেশকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ভক্তদের বাহবা কুড়াচ্ছে তাদের এমন ভার্চুয়াল উপহার। 

বাংলাদেশের পতাকা হাতে মেসির ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করে এমএ নাঈম মন্ডল নামে এক আর্জেন্টিনা সমর্থক লিখেছেন, বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানদের জন্য এগুলা হচ্ছে অনেক বড় কিছু। 

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএম/এসএম)