মেক্সিকোর জার্সিতে পা লাগা নিয়ে হুমকি ও পাল্টা হুমকি, আছেন টাইসনও

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৬:২৭ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২২, ১৬:২০

ড্রেসিংরুমে মেক্সিকোর জার্সিতে অসাবধানতাবশত পা লাগা নিয়ে ভার্চুয়াল জগতে হুমকির জল গড়িয়েছে বেশ দূর পর্যন্ত। মেসিকে হুমকির ঘটনায় তার পক্ষ নিয়ে পাল্টা হুমকির ঘটনা এখন হট টপিক।

মেক্সিকোকে হারানোর সেদিনের ঘটনা মূলত ড্রেসিংরুম থেকে সূত্রপাত। জয় সেলিব্রেটের সময় অসাবধানতাবশত মেক্সিকোর জার্সিতে পা লেগে যায় আর্জেন্টিনা অধিনায়ক মেসির। ঘটনার জেরে মেসিকে দেখে নেওয়ার হুমকি দেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। এবার সেই বক্সারকে পাল্টা হুমকি দিলেন সাবেক মার্কিন বক্সার মাইক টাইসন।

মাইক টাইসন বলেন, ‘কানেলো নামের একজন মেসিকে হুমকি দিয়েছে। সে যদি মেসিকে স্পর্শ করার সাহস দেখায় তাহলে দীর্ঘদিন পর আমাকে রিংয়ে ফিরতেই হবে।’

গত ২৬ নভেম্বর গ্রুপপর্বের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের পরই মেসির পায়ে মেক্সিকোর জার্সি লাগার ঘটনা ঘটে। এ নিয়ে মেক্সিকান বক্সার আলভারেজ টুইট করেন, ‘মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি ও পতাকা দিয়ে? সে কীভাবে আমার দেশকে অসম্মান করলো? ঈশ্বরের দোহাই, সে যেন আমার সামনে না পড়ে!’

এদিকে আলভারেজের সেই টুইটের জবাব দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা সার্জিও আগুয়েরো। তিনি বলেন, ‘মিস্টার কানেলো। অজুহাত খুঁজবেন না। আপনি নিশ্চয়ই ফুটবল সম্পর্কে জানেন না। আপনি জানেন না ড্রেসিংরুমে কী ঘটে। ম্যাচের পর ঘামের কারণে জার্সিগুলো ফ্লোরেই পড়ে থাকে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, দেখবেন মেসি বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লাগিয়েছে।’

মেসির পাশে দাঁড়িয়েছেন সেস ফ্যাব্রিগাসও। তিনি আলভারেজের উদ্দেশে বলেন, ‘আপনি লকার রুমের কালচার জানেন? ম্যাচের পর সব জার্সি ফ্লোরে পড়ে থাকে। এরপর সব একসঙ্গে ধোয়া হয়।’

অপরদিকে মাইক টাইসনের পাল্টা হুমকি বিষয়টি নিয়ে আলোচনা আরো বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, ২০০৫ সালে ব্রাজিলের দর্শকদের সঙ্গে ঝামেলা ও সাংবাদিকের ক্যামেরা ভেঙে আদালতে যেতে হয় টাইসনকে। তখন আর্জেন্টিনার ফুটবল জার্সি পরে আদালতে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’ খ্যাত টাইসন গায়ের জোরে প্রতিপক্ষকে ঘায়েল করতেন সহজেই।

ক্যারিয়ারে মোট ৫৮টি বক্সিং ম্যাচ খেলে ৫০ ম্যাচে জয় পেয়েছেন টাইসন। ৬টি ম্যাচ হেরেছেন। দু’টি ম্যাচ বাতিল হয়।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :