বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দীতে করতে ২৬ শর্ত পুলিশের

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ১৬:৪৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ১৮:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এজন্য দলটিকে ২৬টি শর্ত দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার বিকালে ডিএমপি কমিশনারের পক্ষে উপকমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিটি বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, ‘২০ নভেম্বর আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে গণ-সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে বিধায় উক্ত স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর (শনিবার) ১২টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।’

 

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসএস/কেএম)