দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ১৭:০১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৪২ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৫২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি  ৮০ বারে  ৬  হাজার ৪৫৫টি শেয়ার লেনদেন করেছে।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৭.৩০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

নাভানা ফার্মা দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৫.৮২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৯০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

মঙ্গলবার দরপতন তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার,বসুন্ধরা পেপার মিল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক ও যমুনা অয়েল লিমিটেড।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসকেএস)