অসৎ উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি: ইউট্যাব

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ১৭:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ দলটির বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অসৎ উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে। এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত বিবৃতিটি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ১ নম্বর রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের বাসায় প্রায় দেড় ঘণ্টা ধরে অভিযান চালায় পুলিশ। পরে বাসার দারোয়ান, তত্ত্বাবধায়ক, গাড়িচালক ও কলাবাগান থানা শ্রমিক দলের আহ্বায়ক রাসেলকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ইউট্যাব নেতারা বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে। সেই উপলক্ষে ব্যানার-পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নাসির উদ্দিন আহমেদ অসীম একজন খ্যাতিমান ব্যারিস্টার ও রাজনীতিবিদ। তার শ্বশুর প্রয়াত আব্দুল মান্নান ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান। অসীম নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তার মতো নেতার বাসায় তল্লাশি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা।’

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা জেনেছি, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার লাগাচ্ছেন এবং লিফলেট বিতরণ করবেন। সেসব জিনিস অসীমের বাসায়ও রয়েছে। এগুলো নিষিদ্ধ কিছু নয়। বিএনপি নিষিদ্ধ সংগঠন নয় যে এসব রাখতে পারবে না। প্রকৃতপক্ষে হয়রানি করা এবং অসৎ উদ্দেশ্য নিয়েই পুলিশ অভিযান চালিয়েছে বলে আমরা মনে করি।’

ইউট্যাব নেতারা আরও বলেন, ‘মূলত১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঠেকাতে ক্ষমতাসীনরা অপতৎপরতা অবলম্বন করছে। আর এর অংশ হিসেবেই নাসির উদ্দিন আহমেদ অসীমের বাসভবনে তল্লাশি করা হয়েছে। এছাড়া মহানগরীর বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এসব করে সরকার তাদের অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট আচরণেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।’

সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া অসীমের বাসাসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাসা-বাড়িতে তল্লাশি করাকে অসাংবিধানিক কর্মকাণ্ড উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইউট্যাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/ডিএম)