ইংল্যান্ড-ওয়েলস: প্রথমার্ধে নেই গোলের দেখা

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২২, ০২:১২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২, ০২:৪৬

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

গ্রুপপর্বে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি গ্যারেথ বেলের ওয়েলস। তাই দ্বিতীয় রাউন্ডে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই তাদের। জয়ের লক্ষ্যে খেলতে নামা দলটি এখন পর্যন্ত পায়নি গোলের দেখা। অন্যদিকে প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড।

ম্যাচের শুরুটা ছিল অনেকটা মন্থর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েলসের রক্ষণভাগে আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ডের ফুটবলাররা। এক পর্যায়ে হ্যারি কেইনের পাসে গোলরক্ষককে একাও পেয়ে যান মার্কাস র‌্যাশফোর্ড। কিন্তু গোল আদায় করতে পারেননি এই ইংলিশ তারকা ফুটবলার। কিন্তু ঠিক সময়ে এগিয়ে এসে ইংলিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।

আর ৩৮তম মিনিটে পাসিং ফুটবলে দারুণ একটি আক্রমণ শাণায় ইংল্যান্ড। কিন্তু শেষটায় উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন। শেষ পর্যন্ত গোলশূন্যতেই বিরতিতে যায় দুদল।

ওয়েলস (৪-২-৩-১)

ওয়ার্ড, এন উইলিয়ামস, মেফাম, রডন, ডেভিস, আমপাদু, অ্যালেন, বেল, রামসে, জেমস, মুর।

ইংল্যান্ড (৪-১-২-৩)

পিকফোর্ড; ওয়াকার, স্টোনস, ম্যাগুয়ার, শ; রাইস, হেন্ডারসন, বেলিংহাম; ফোডেন, কেন, রাশফোর্ড।  

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমএম)