পাঁচটি অনু কবিতা

তাজুল নূর
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২, ১২:৪০

১.

শুষে নিতে-নিতে

জীবনের রূপ-রস-রঙ

একদিন ঠিকই!

আঁকা হয়ে যাবে তার

কিম্ভূতকিমাকার ঢঙ

২.

মাঝে-মাঝে ভেঙেচুরে

শত সত্ত্বায় বিভাজিত হয়ে গেলে পর

তোমাদের সুসভ্য পৃথিবীর

যূথবদ্ধ যন্ত্রণারা খুঁজে নেয়

শূন্যতার ফোকর

৩.

তোমার মুখের রূপ

ধরতে পারে না এই দুই

কবিচোখ!

কবিতার মতোই যে

ছন্দময় তোমার মুখ

৪.

বিষণ্নতা বলি—বিষাদ

এগুলোও বাজে কিছু নয়

আত্মরতিতে পড়ে থাকা যায়

অনন্ত সময়

৫.

তুমি আমাকে বুঝে ওঠো না ঠিক

আমি এমনই ত্রিমাত্রিক।

আমার জীবনের যত গল্প

আতশী কাঁচ দিয়েও

পাবে না তার তল

ওইসব গল্প যেন ঘূর্ণায়মান জল।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :