ঢাকার মোহাম্মদপুরে ২৮৬ বস্তা চিনি জব্দ করল ভোক্তা অধিকার

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২২, ১৩:৫০ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২, ১৫:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান বেড়িবাঁধ এলাকায় মজুদ করা ৫০ কেজি ওজনের ২৮৬ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে এক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ এই চিনির বস্তা জব্দ করে সংস্থাটি।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে দুপুর দেড়টার দিকে ঢাকা টাইমসকে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মন্ডল।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, চিনিগুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করার অসৎ উদ্দেশ্য থেকেই মজুদ করা হয়েছিল।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/কেআর/ডিএম)