রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস, জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
প্রকাশ | ৩০ নভেম্বর ২০২২, ১৩:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২, ১৫:৩৮

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা জরিমানায় রিটার্ন জমা দিতে পারবেন।
বুধবার এক অনুষ্ঠানে রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানোর ঘোষণা দেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
গত ১ নভেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর সেবা মাস শুরু করে। মাসব্যাপী মেলায় ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই আয়কর বিবরণী দাখিলের সুযোগ ছিল। সেই হিসাবে আজকেই রিটার্ন দাখিলের শেষ দিন ছিল।
তবে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দাবি করেছিল। অর্থনৈতিক সংকটের কারণে সময় বাড়াতে এনবিআরকে চিঠিও দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/ডিএম)