সহস্রাধিক সদস্যকে অফিসিয়াল ফেসবুকে লাইক দিতে অনুরোধ ট্যুরিস্ট পুলিশের

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২২, ১৪:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সহস্রাধিক সদস্যদেরকে অফিসিয়াল ফেসবুকে লাইক কমেন্ট ও শেয়ার দিতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বুধবার দুপুরে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরের পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

চিঠির অনুলিপি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজপি, ডিআইজি, সব রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, সদর দপ্তরের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ট্যুরিস্ট পুলিশের  ঢাকা, সিলেট,ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহীকে দেয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ‘টুরিস্ট পুলিশ বাংলাদেশ’ নামে  অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এই  পেজে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডসহ পুলিশ বাহিনীর উল্লেখযোগ্য খবর, ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। বর্তমানে ট্যুরিস্ট পুলিশের সদস্য সংখ্যা ১২০০ এর অধিক। আর প্রায় সব সদস্যই এন্ড্রয়েড মোবাইল ও ফেসবুক, ইউটিউব ব্যবহার করেন। কিন্তু ট্যুরিস্ট পুলিশের অফিসিয়াল পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ারের সংখ্যা খুবই নগণ্য।’

চিঠিতে আরও বলা হয়, ‘সম্প্রতি বিষয়টি নিয়ে অতিরিক্ত আইজিপি অসন্তোষ প্রকাশ করেছেন। এখন থেকে আপনার রিজিয়নে কর্মরত সকল সদস্যকে নিয়মিতভাবে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করাসহ  ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেয়ার জন্য সকল সদস্যকে নির্দেশ দিতে অনুরোধ করা হলো।’

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এএ/এফএ)