দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২২, ১৬:১০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৩৯ টাকা ৩০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ৪৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪২ বারে ১৬ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন করেছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স  দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৫.৪২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

অ্যাপেক্স ফুডস দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৯ টাকা ৩০ পয়সা বা ৩.৩১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ২৭১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি ওয়েল্ডিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,ফারইস্ট ইসলামী, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও এমবি ফার্মা লিমিটেড।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসকেএস)