পাঁচ অতিরিক্ত সচিব অবসরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৮:৩৬ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২, ১৮:২৪

প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজনের বুধবারই শেষ কার্যদিবস ছিল। বাকি দুজন কর্মকর্তা ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর অবসরে যাবেন।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত সচিব ফরিদ আহমদ ভূঁইয়া, আবদুল্যাহ হারুন পাশা, মো. মাশুক মিয়া, হাবিবুর রহমান ও সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া। তাদের হাবিবুর রহমান ৩ ডিসেম্বর এবং আবদুল্যাহ হারুন পাশা ৪ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :