সাউথ আফ্রিকার ব্লমফন্টেইনে সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানি পিটি ওয়াইয়ের ৩য় শাখা উদ্বোধন

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২২, ১৫:৩২

ঢাকাটাইমস ডেস্ক

সাউথ আফ্রিকার ব্লমফন্টেইনে সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ “সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানি (সাউথ আফ্রিকা) পি টি ওয়াই লিমিটেড-এর তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

সাউথ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার নূর -ই- হেলাল সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ব্লমফন্টেইন শাখার উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মোঃ জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ব্লমফন্টেইনে বসবাসরত গণ্যমান্য বাংলাদেশী সহ স্থানীয় কমিউনিটির লোকজন, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং  সাউথইস্ট এক্সচেঞ্জ হাউসের অন্যান্য কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। 

 

রেমিট্যান্স সেবা প্রদানের লক্ষ্যে সাউথ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেডের স¤পূর্ণ মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ “সাউথইস্ট এক্সচেঞ্জ কো¤পানী (সাউথ আফ্রিকা) পি টি ওয়াই লিমিটেড” ২০১৪ সালের ১৪ ডিসেম্বর সাউথ আফ্রিকার জোহানসবার্গে প্রথম শাখার মাধ্যমে কার্যক্রম শুরু করে পরবর্তীতে ১৭ই নভেম্বর ২০১৯ তারিখে সাউথ আফ্রিকার কেপটাউন এর রাইলেন্ডস-এ দ্বিতীয় শাখাটির কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্লমফন্টেইনে এই তৃতীয় শাখাটি উদ্বোধনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সাউথইস্ট এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে তাদের কষ্টার্জিত টাকা সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত নিরাপদে প্রেরণ ও বিতরণ করতে পারবেন।

 

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এআর)