পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন এমডি শেখ মো. জামিনুর রহমান

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২২, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন এমডি হিসেবে যোগদান করেছেন শেখ মো. জামিনুর রহমান। বৃহস্পতিবার(১ডিসেম্বর) তিনি যোগদান করেন। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং তিন মাস ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) পালন করেন।

শেখ মো. জামিনুর রহমান জনতা ব্যাংকের তথ্য প্রযুক্তি (আইসিটি) ডিভিশনের মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি তিনটি মন্ত্রণালয়ে উপ-পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় চাকরির ধারাবাহিকতা নিয়ে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে জনতা ব্যাংকে ১৯৯৯ সালে যোগদান করে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকিং খাতে আধুনিক তথ্য প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল ব্যবহারের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র লাভ করেন।

তিনি ১৯৬৫ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। জামিনুর রহমান ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন এবং দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর সহ-সভাপতির (নির্বাচিত) দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, স্ট্যাটিসটিক্যাল অ্যাসোসিয়েশন এবং কম্পিউটার সোসাইটির আজীবন সদস্য (ফেলো)।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএ