লাবুশেন-স্মিথের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২২, ২০:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

পার্থে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরিতে রান পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের খেলায় ৪ উইকেটে ৫৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অজিরা। এদিকে শেষ বিকেলে বিনা উইকেটে ৭৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

১৫৪ রানে অপরাজিত থাকা লাবুশেন ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন। এরপর ডাবল সেঞ্চুরির তুলে নেন তিনি। সাজঘরে ফেরেন
 ঘরে পা রাখেন ৫৯ রান নিয়ে দিন শুরু করা স্টিভেন স্মিথও। স্মিথের ক্যারিয়ারে এটি চতুর্থ ডাবল। ৩২০ বলে ২০ বাউন্ডারি আর ১ ছক্কায় ২০৪ রান করে আউট হন লাবুশেন। এদিকে ব্যক্তিগত ইনিংসটা সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরিতে রূপ দে স্মিথ। ৩১১ বলে গড়া ডানহাতি এই ব্যাটারের অপরাজিত ২০০ রানে। তার ইনিংসটি ১৭টি চারে সাজানো।

এদিকে ১ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি ট্রেভিস হেড। আউট হয়েছেন ৯৯ রানে। হেড আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নামে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুটা ভালো হয়েছে তাদের। এদিন কোনো উইকেট হারাতে হয়নি তাদের। বিনা উইকেটে ৭৪ রান তুলে উইন্ডিজ। ১৮ রানে ক্রেইগ ব্র্যাথওয়েট ও ৪৭ রানে ত্যাগনারায়ন চন্দরপর অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমএম)