ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বিআরটির অভিযান

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২২, ২০:৪৮ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ২০:৫০

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বৃহস্পতিবার বিআরটির ভ্রাম্যমাণ আদালত চালিয়েছে।

রংচটা, গ্লাস ভাঙ্গা, ফিটনেস না থাকার অপরাধে ৯টি মামলায় ৩৬,০০০/ (ছত্রিশ হাজার) টাকা,  সংরক্ষিত মহিলা ও প্রতিবন্ধী আসন লেখা না থাকায় ১টি মামলায় ৩,০০০/ (তিন হাজার) টাকাসহ রুট ভায়োলেশন ও অন্যান্য অপরাধের দায়ে মোট ৩৭ টি মামলায়  ১,৪৮,০০০/(এক লক্ষ আটচল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। 

১০টি বাসে সংরক্ষিত মহিলা আসনে পুরুষ যাত্রী আসন গ্রহণ করায় যাত্রীদেরকে কাউন্সিলিং করা হয়। এ ছাড়া লক্কর-ঝক্কর ও ফিটনেস না থাকায় শতাব্দী পরিবহনের ০১টি ও দিঘীরপাড় ট্রান্সপোর্ট পরিবহনের ০১টিসহ মোট ০২টি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএ)