মৌলভীবাজারে সপ্তাহবাপী বিজয় উৎসব উদ্বোধন

‘রক্তে কেনা মহান বিজয়, প্রাণের গহীনে কথা কয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় উৎসব-২০২২ ও মেয়র মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজনে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র ফজলুর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় তিনি বলেন, সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে মৌলভীবাজার জেলার পৌরসভা মেয়র ফজলুর রহমানের উদ্যেগটি প্রশংসিত। এ জেলার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের জন্য এটি ফলপ্রসু হতে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এখানে তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন গান, নাটক ইত্যাদি সবার সামনে তুলে ধরতে পারবে।
বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১ ডিসেম্বর হতে ৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিজয় উৎসব চলবে। শুক্রবার সন্ধ্যা ৭ টা ২১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত রেডিও পল্লীকণ্ঠের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে: আইজিপি

সাতক্ষীরায় ছিনতাই হওয়া দুই ইজিবাইক খুলনায় উদ্ধার, আটক ৪

জাতীয় সাংবাদিক সংস্থা-রাজশাহীর সভাপতি আফজাল, সম্পাদক আজিজুল

সাতক্ষীরায় বাঘের চামড়াসহ আটক ৩

পুলিশের নির্যাতনে নয়, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রবিউলের মৃত্যু: জিএমপি কমিশনার

গাইবান্ধায় ৪ দিন ধরে দুই কলেজছাত্রী নিখোঁজ

সিলেটে শিবিরের ৮ নেতাকর্মী আটক

চাঁদপুরে ১১শ কেজি জাটকা জব্দ

অসুস্থতা থেকে মুক্তি পেতে বৃদ্ধের আত্মহত্যা
