ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলন আজ, সভাপতি-সম্পাদক পদে আলোচনায় যারা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২২, ০১:০৩

জাফর আহমেদ, ঢাকাটাইমস

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ এই দুই ইউনিটের সম্মেলন ঘিরে উজ্জীবিত মহানগর ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। সেই সঙ্গে সম্মেলনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটির শীর্ষপদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন শতাধিক পদপ্রত্যাশী।

খোজঁ নিয়ে জানা গেছে, উত্তর-দক্ষিণ ছাত্রলীগের শীর্ষ দুই গুরুত্বপূর্ণ পদে আসতে তিন শতাধিত নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও এরমধ্যে অর্ধশতাধিক পদপ্রতাশী এগিয়ে আছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসতে আওয়ামী লীগের নেতাদের কাছে দৌড়-ঝাঁপ করছেন পদপ্রতাশীরা। বিভিন্নভাবে নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছেন তারা। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীরা।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা আছে, রয়েছে ক্লিন ইমেজ, যাদের পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতা নেই এবং অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, তারাই আগামীর নেতৃত্বে আসবেন। তারাই দলের গুডবুকে রয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এবং মানবিক কাজ করে আলোচনায় আসতে পেরেছেন, এমন ছাত্রনেতারাও এগিয়ে থাকবেন পদ পাওয়ার দৌড়ে।

তবে নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।

সম্মেলন উদ্ধোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বিশেষ বক্তা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহামেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ, মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগে আলোচনায় যেসব পদপ্রত্যাশী

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আফসার জাহান রাজন, বারেক হোসেন আপন, আমিনুল ইসলাম হৃদয়, সাব্বির আহমেদ (সবুজবাগ), আরিফুর রহমান আরিফ, সীমান্ত হাসান, আলামিন হোসেন জুম্মন, আশরাফুল আলম আকাশ, মো. হাফিজুর রহমান বিপ্লব, সহ-সভাপতি রেহানুল হক রাফি (রায়হান), আশিক মাহমুদ,সাধারণ সম্পাদক মো.জুবায়ের আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, এস এম রাকিবুল হাসান, নিবাস মজুমদার, নাজমুল হাসান জিসান, ফজলুল করিম মিরাজ, ইয়াসির আরাফাত, খন্দকার খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক, জোবায়ের হাসান মঈন, এম এ সায়েম  ইব্রাহিম নাঈম, আল হাসান শোভন, হাসিবুল ইসলাম পুলক, ওয়ারী থানা ছাত্রলীগের সভাপতি রাফি, মুগদা থানা ছাত্রলীগের সভাপতি রতন মিয়া, রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান, শ্যামপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব, মতিঝিল থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক রিয়াজ মোল্লা, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, উপ গ্রন্থনা তন্ময় বাড়ৈ, সাংস্কৃতিক সম্পাদক শামিমুল ইসলাম সানি, সমাজসেবা সম্পাদক সাদ, সাহিত্য সম্পাদক মাহিব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রচার সম্পাদক রিয়াজ মোল্লা ঢাকা টাইমসকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক যখন যে দায়িত্ব পেয়েছি, সততা ও নিষ্ঠার সাথে তা পালন করেছি। শেখ হাসিনা আমাকে যে জায়গায় দায়িত্ব দিবেন, সেখানেই শতভাগ সততার সাথে তা পালন করবো।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে আলোচনায় যারা

উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি ফারুক, সম্রাট, রাজীব শাহা, মাহবুব, সোহেল মিয়া, শাহাবুদ্দিন আহমেদ সুমন, নির্বান বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আফসান নাদিয়ান অমি, আদাবর থানার সভাপতি রিয়াজ, মহানগর উত্তর দপ্তর সম্পাদক সাদ্দাম, আল ইমরান, এছাড়া আরও আলোচনায় আছেন কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব ও উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব শাহা ঢাকা টাইমসকে বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার আমাদের জাতীয় সন্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনের দায়িত্ব পেলে ঢাকা মহানগর ছাত্রলীগকে আরও গতিশীল করবো।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি বলেন, ‘ছাত্রলীগের একমাত্র অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘদিন ধানমণ্ডি থানা ছাত্রলীগের দায়িত্ব পালন করছি। এখন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের দায়িত্ব প্রদান করেন অবশ্যই পালন করতে সক্ষম হবে।’

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এলএ)