ডিসেম্বরের আবহাওয়া: দুয়েকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, সাগরে নিম্নচাপের আভাস

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ডিসেম্বর মাসে দেশের কোথাও কোথাও ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার ঢাকায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সভায় এ আভাস দেয়া হয়।

সভায় নভেম্বর মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে বেশ কিছু পূর্বাভাস দেয়া হয়।

এক মাস মেয়াদী এই পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ  বয়ে যেতে পারে।

দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এফএ)