নভেম্বরে সীমান্তে ২৪ মর্টার শেল, স্বর্ণ, মাদকসহ ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করছে। এর মধ্যে রয়েছে ৫৫ কেজি স্বর্ণ, ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি পিস্তল, ৮টি গান, ৮টি ককটেল, ২৪টি মর্টার শেল, ১টি ম্যাগজিন এবং ৫৬ রাউন্ড গুলি।
এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৬ জন চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১০৪ জন বাংলাদেশি ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার বিজিজির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪ কেজি হেরোইন, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩১৫ ক্যান বিয়ার, ২১৪ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৮১ কেজি গাঁজা, ১ লাখ ৩৭ হাজার ৩৮৪ প্যাকেট বিড়ি-সিগারেট, ২৩ হাজার ৯৭৪টি নেশাজাতীয় ইনজেকশন, ৮ হাজার ৫৯২টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬১৮ বোতল এমকেডিল-কফিডিল, ২ লাখ ৯১ হাজার ৬৭৬ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৪২ হাজার ১০০টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৫০ হাজার ৮৭৩টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৫৫ কেজি ৫৪৬ গ্রাম স্বর্ণ, ৭ কেজি রূপা, ২ লাখ ১২ হাজার ৫৬৩টি কসমেটিক্স, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন গহনা, ১৭ হাজার ৪২৪ টি শাড়ি, ৬ হাজার ১১টি থ্রিপিছ, শার্টপিছ, চাদর ও কম্বল, ১ হাজার ৬৩১টি তৈরি পোশাক, ২ হাজার ৯৮৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ৮০ কেজি চা পাতা, ৭৮ হাজার ৫৩৩ কেজি কয়লা, ৫৪ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক-কাভার্ডভ্যান, ৩টি মাইক্রোবাস-চাঁদের গাড়ি, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি-ইজিবাইক এবং ৬৮টি মোটরসাইকেল।
(ঢাকা টাইমস/০২ ডসেম্বর/আরআর)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নূর এলাহি মিনা

শ্যামপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সিএমএম আদালতের মালখানায় আগুন

শ্যামপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী রাষ্ট্রপতি রাজনীতিবিদ নাকি আমলা, চূড়ান্ত হবে মঙ্গলবার

স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই: খাদ্যমন্ত্রী
