পরিবহন ধর্মঘটে অচল রাজশাহী

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২২, ১৮:৩২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ১৯:১৯

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে আট জেলায় পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো অঞ্চল। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া অনিদিষ্টকালের এ ধর্মঘটে রাজশাহীর সঙ্গে সড়ক পথে সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। 

সরেজমিনে দেখা গেছে, ধর্মঘট শুরুর পর রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া রাজশাহীতে কোনো বাস প্রবেশ করেনি। তবে রেল পথে যোগাযোগ স্বাভাবিক ছিল।

এদিকে বাস ধর্মঘটের ফলে চরম বিপাকে পড়েছেন দুর-দুরান্তের যাত্রীরা। এছাড়া শনিবার রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরাও বিপাকে পড়েন।

শিরোইল টার্মিনালে যাত্রী রাকিবুল হোসেন বলেন, ঢাকায় যেতে টার্মিনালে এসেছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না। 

অটোরিকশা-লেগুনা ধর্মঘট:
রাজশাহীতে বাস ধর্মঘটের পর এবার মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি–হুইলার যানও ধর্মঘট ডেকেছে জেলা মিশুক–সিএনজি মালিক সমিতি। সব ধরনের সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত নিবন্ধনের দাবিতে শুক্রবার সকাল থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।

দুর্ভোগে খেটে খাওয়া মানুষ: 
রাজশাহীতে বিএনপির সমাবেশ ঘিরে ধর্মঘট ডাকায় উত্তরাঞ্চলের যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বাস টার্মিনাল এলাকায় এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো বাস না পেয়ে ফিরে যান অনেকে।  

কৃষি শ্রমিক জাহিদ হাসান বলেন, গাইবান্ধার ফুলছড়ি থেকে ধান কাটার কাজে ১৪ জনের দল নিয়ে বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এসেছিলাম। প্রায় দুই সপ্তাহ কাজ শেষে বৃহস্পতিবার বাড়িতে ফেরার জন্য বগুড়া বাস টার্মিনাল এলাকায় এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো বাস পাইনি।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসএম)