বগুড়ায় ২৭৯ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার শেরপুরের হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির ২৭৯ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এসময় গোলাম মোস্তফা নামে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মাগুড়ার তাইড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডিলার শাহ জামাল স্বপনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকায় হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার রেশনকার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করে। কিছু সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার পর  ২৭৯ বস্তা চাল মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রয় করে। সেখান থেকে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে দুটি ভটভটি করে নিয়ে আসার সময় পুলিশ গোপন সংবাদ পেয়ে ২৭৯ বস্তা চাল জব্দ করে।

এ বিষয়ে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এলএ)