নীলনকশার নির্বাচন হতে দেবে না বিএনপি: রুমিন

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২২, ২১:৫৪

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

জাতীয় নির্বাচনে কোনো নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফরহানা। বলেন, নীলনকশার নির্বাচন হতে দেবে না বিএনপি।

শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির মিডিয়া সেল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, সরকার বিএনপির বিরুদ্ধে অনেক ‘ষড়যন্ত্র’ করেছে কিন্তু তাতে দল আরো বেশি ‘শক্তিশালী’ হয়েছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলোতে মানুষের ঢল নেমেছে।

তিনি বলেন, বর্তমান সরকার গত ১৫ বছর ধরে অত্যাচারের স্টিমরোলার চলেছে বিএনপির ওপর। তারা বিএনপিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। 

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জব্বার, হাবিপ্রবির অধ্যাপক ড. আবু হাসান, অধ্যাপক মহিদুল হাসান, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসএম)