প্রথমার্ধে ব্রাজিলকে রুখে দিল ক্যামেরুন

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২২, ০১:৪৭

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ব্রাজিল নেমে গ্রুপসেরার লক্ষ্যে।  অন্যদিকে শেষ ষোলোতে জায়গা করে নিতে চায় ক্যামেরুন। দুদল মধ্যকার ম্যাচের প্রথমার্ধ ইতিমধ্যেই শেষ হয়েছে। গোল আদায় করতে পারেনি কেউই।

কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু গোছানো ফুটবল খেলতে থাকে শক্তিশালী ব্রাজিল। বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল লাতিন আমেরিকান এই দলটির। পুরো ম্যাচের ৬৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। আর অনটর্গেট-অফটার্গেট মিলিয়ে শট নিয়েছে মোট আটটি।

এদিকে বল দখলে পাত্তাই পায়নি ক্যামেরুন। পুরো ম্যাচের কেবল ৩৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে দলটির ফুটবলাররা। আর ব্রাজিলের গোলবারে মোট শট নিতে পেরেছে মাত্র দুটি।

ব্রাজিল একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

এডারসন, ব্রেমার, এডের মিলিতাও, অ্যালেক্স তেলেস, দানি আলভেস, রদ্রিগো, ফ্রেড, ফ্যাবিনহো, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনলি ও অ্যান্টনি।

ক্যামেরুন একাদশ: (ফরমেশন-৪-২-৩-১)

ডেভিস ইপ্যাসি, এনজো ইবোসে, ক্রিস্টোফার ওহ, তোলো নওহো, কলিন্স ফাই, ম্যাক্সিম, চুপো মোটিং, পিয়েরে কুন্দে, জাম্বো অ্যানগুইসা, ভিনসেন্ট আওবেকার, নিকোলাস মোওমি, ব্রায়ান এমবেওমো।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমএম)