বিএনপির সমাবেশ ফ্লপ, তবুও হুংকার ছুড়ছেন মির্জা ফখরুল: ওবায়দুল কাদের

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২২, ১৮:১৪

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপির রাজশাহীর সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি খবর পেয়েছি বিএনপির রাজশাহীর সমাবেশ সুপার ফ্লপ, আজকে হচ্ছে। তবুও মির্জা ফখরুল হুংকার ছুড়ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশের ছবিটা একটু দেখতে বলবেন।’

 

শনিবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আর হবে না। সংবিধান পরিবর্তন হবার কোনো সুযোগ নেই। সংবিধানকে অনেক কচুকাটা করেছেন। আইন করে বঙ্গবন্ধু হত্যার ঘাতকদের বিচার বন্ধ করেছিলেন।’

 

ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক নিয়ে দিবা স্বপ্ন, রঙিন খোয়াব দেখে লাভ নেই। ১০ ডিসেম্বর যখন চলে যাবে, জানি অবরোধ দেবেন, জানি ধর্মঘট দেবেন, জানি আবারও আগুন-সন্ত্রাস শুরু করবেন, জানি আবারও লাঠিখেলা করবেন। আমরা কি চুপ করে বসে থাকবো?’

 

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

 

সম্মেলনে দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্মেলনস্থলে নেতাকর্মীদের উপস্তিতি বাড়তে থাকে। বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ২৪৫জন নেতৃত্ব প্রত্যাশী সিভি জমা দিয়েছেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এসকে/কেএম)