নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে কয়েকজন আটক, যা বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:২৬

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আটক ব্যক্তিদের সংখ্যা কিংবা তাদের নাম ও পরিচয় জানানো হয়নি।

শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। একইদিন সন্ধ্যায় বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে নয়াপল্টনে আসলেই কী ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমরা বেশ কয়েকজনকে আটক করেছি।

ডিসি বলেন, ‘জনমনে আতঙ্ক তৈরি করা এবং সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সতর্ক রয়েছি।’

কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনার বলেন, ‘১০-১৫ জন আটক কি না সেটা এ মুহূর্তে বলতে পারছি না। তবে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।’

এদিকে পুলিশ বলছে, নয়াপল্টন এলাকায় সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :