পল্টনে ককটেল বিস্ফোরণ: বিএনপির ৭৫ নেতাকর্মীকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫:৪০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করা হয়। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে ও ৬০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যারা বিএনপি ও শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন- বিএনপি কর্মী তারিকুল ইসলাম, আবু ছায়েদ পাটোয়ারী ও শ্রমিকদলের কর্মী আবু বক্কর।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক গোলাম মওলা শাহিন, পল্টন থানা যুবদলের সাধারণ সম্পাদক লিয়ন হোসেন ওরফে লিয়ন হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক সেকেন্দার কাদিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ জনের নাম রয়েছে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এসএস/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :