প্রতিবন্ধীরাও সমাজে ব্যাপক প্রভাব ফেলতে পারে : ডেকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ১৯:১৩

প্রতিবন্ধীরাও আমাদের সমাজে ব্যাপক প্রবাব ফেলতে পারে বলে মনে করছে ডেকো এক্সেসরিজ লিমিটেড। এ লক্ষ্যে ডেকো এক্সেসরিজ লিমিটেড এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সহযোগীতায় প্রতিভাবান, সম্ভাব্যময় ব্যক্তি যাদের কিছু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাদেরকে প্রতি বছর দক্ষ প্রশিক্ষণ এবং কোম্পানিতে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

শনিবার ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিআরপি’র প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি অ্যান টেলর এবং ডেকো লিগ্যাসি গ্রুপের চেয়ারম্যান শাহাদাত হোসেন কিরনের উপস্থিতিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

ডেকো এক্সেসরিজ লিমিটেড এবং সিআরপি উভয়ই এই পদক্ষেপকে একটি সার্থক এবং কার্যকর চুক্তি বলে বিশ্বাস করে। যা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে উন্নত জীবন এবং আত্ম-স্বাধীনতা অর্জনে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডেকো এক্সেসরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এবং সিআরপির নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেন।

এছাড়াও উভয় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এমএইচ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :