অনুশীলনে ফিরেছেন নেইমার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২২, ২০:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

কাতার বিশ্বকাপের শুরু জয়ের মাধ্যমেই করেছিল ব্রাজিল ফুটবল দল। কিন্তু সার্বিয়ার বিপক্ষে ওই ম্যাচের পরেই দুঃসংবাদ পায় দলটি। ইনজুরিতে পড়েন দলের সবচেয়ে বড় তারকা ফুটবলার নেইমার। অতপর এলো সুখবর। অনুশীলনে ফিরেছেন তিনি।

নেইমারকে ছাড়া গ্রুপপর্বের দুটি ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডের বিপক্ষে পেয়েছে ১-০ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে সেলেসাওরা। কিন্তু গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের সঙ্গে হেরে যায় ২-০ গোল ব্যবধানে। তবে হারলেও গ্রুপসেরা হয়েই উঠে যায় দ্বিতীয় রাউন্ডে।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে কোরিয়াকে পেয়েছে ব্রাজিল। এই ম্যাচে নেইমার খেলবেন কিনা সেটা নিয়ে ছিল সংশয়। অতপর সেই সংশয় কেটেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার খেলবেন বলে জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

নয়দিন বিশ্রাম নেওয়ার পর বল নিয়ে অনুশীলন করেছেন নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, শুরুতে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে না করে আলাদা বল নিয়ে প্র্যাকটিস করেছেন তিনি।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এমএম)