মুখোমুখি ফ্রান্স-পোল্যান্ড, দেখে নিন দুদলের একাদশ
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২২, ২১:০৪

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স ও পোল্যান্ড। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে সর্বোচ্চ শক্তি নিয়েই নেমেছে দুদল।
গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের। তাই গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দলের তারকা ফুটবলারদের একাদশে রাখেননি দলটির কোচ। তাই আর হেরেছে পুচকে তিউনিসিয়ার বিপক্ষে। এরপরও গ্রুপসেরা হয়েছে ফরসিরা। অন্যদিকে গ্রুপপর্বের খেলায় রানারআপ হয়েই সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে পোল্যান্ড।
ফ্রান্স একাদশ
হুগো লরিস, দায়ত উপামেকানো, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলেস কৌন্দে, আন্তোনিও গ্রিজম্যান, অ্যাদ্রিয়েন র্যাবিওট, অরলিয়েন টি চৌয়ামেনি, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলে।
কোচ: দিদিয়ের দেশম।
পোল্যান্ড একাদশ
ওইজচেক সিজনি, কামিল গ্লিক, ইয়াকুব কিউওর, বার্তোস বেরেসজিনিস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, সেবাস্তিয়ান সিজিমানস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাটি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, ইয়াকুব কামিনস্কি, পিওতর জিয়েলিনস্কি।
কোচ: চেসল মিখনিয়েভিকস।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এমএম)