লেভানডোস্কির পোল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এমবাপ্পে ছাড়াও গোলের দেখা পেয়েছেন ওলিভার জিরুড। এদিকে পোল্যান্ডের একমাত্র গোলটি করেন রবার্তো লেভানডোস্কি।
আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল শক্তিশাল ফ্রান্সের। পুরো ম্যাচের ৫৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হন ফরাসি ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে সাতটি। এতে গোলের দেখা পেয়েছে তিনটি।
অন্যদিকে পুরো ম্যাচে কেবল মাত্র ৪৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণ বল রাখতে সক্ষম হয় পোল্যান্ডের ফুটবলাররা। বল দখলে পিছিয়ে থাকা পোলিশরা আক্রমণেও খুব বেশি সুবিধা করতে পারেননি। প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছে মাত্র তিনটি। গোলের দেখা পেয়েছে মাত্র একটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়ন দল ফ্রান্স। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন রাফায়েল ভারানে। কিন্তু বক্সের ভেতর থেকে নেয়া তার হেডটি গোলবারের ঠিক ওপর দিয়ে চলে যায়। আর ২২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জুলাস কুন্দের নেয়া ডান পায়ের শট রুখে দেন পোলিশ গোলকিপার চেচনিচ।
এদিকে ৩৪তম মিনিটে সুযোগ ছিল পোল্যান্ডের। কিন্তু রবার্তো লেভানডোস্কির নেয়া শট রুখে দেয় ফ্রান্সের রক্ষণ। তবে ৩৮তম মিনিটে গোল পেয়ে যেতে পারত পোলিশরা। পিটার জেলেনস্কির নেয়া ডান পায়ের শট কোনোমতে আটকে দেন ফরাসি গোলকিপার।
এক পর্যায়ে মে হচ্ছিলো গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যাবে দুদল। কিন্তু প্রথমার্ধের অন্তিম মুহূর্তে দলকে এগিয়ে দেন অলিভার জিরুড। ডি বক্সের বাইরে থেকে এমবাপের বাড়ানো ডিফেন্স চেরা পাসে বা পায়ের শটে সিজনিকে পরাস্ত করে ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি।
বিরতির পর আরও আক্রমণাত্মক খেলা খেলতে থাকে ফ্রান্স। সেই সুবাদে ৭৪তম মিনিটে আসে দ্বিতীয় গোল। উসমান দেম্বেলের দেয়া পাসে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। আর ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লিলিয়ান থুরাম উলিয়েনের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এদিকে ম্যাচের শেষ মিনিটে পেনাল্টিতে স্পট কিক থেকে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন রবার্তো লেভানডোস্কি। ম্যাচটি শেষ হয় ৩-১ গোল ব্যবধানে।
ফ্রান্স একাদশ
হুগো লরিস, দায়ত উপামেকানো, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলেস কৌন্দে, আন্তোনিও গ্রিজম্যান, অ্যাদ্রিয়েন র্যাবিওট, অরলিয়েন টি চৌয়ামেনি, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলে।
কোচ: দিদিয়ের দেশম।
পোল্যান্ড একাদশ
ওইজচেক সিজনি, কামিল গ্লিক, ইয়াকুব কিউওর, বার্তোস বেরেসজিনিস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, সেবাস্তিয়ান সিজিমানস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাটি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, ইয়াকুব কামিনস্কি, পিওতর জিয়েলিনস্কি।
কোচ: চেসল মিখনিয়েভিকস।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টাইগার বোলিং তোপে ৬০ রানেই ৫ উইকেট নেই কিউইদের

কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে চা বিরতিতে টাইগাররা

৩০ রানে ৩ উইকেট হারালো নিউজিল্যান্ড

শূন্য রানেই টম লাথামকে ফেরালেন শরিফুল

নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিলো টাইগাররা

কিউইদের বিপক্ষে লিড ৩০০ ছাড়াল টাইগারদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক থেকে সরে গেল ডমিনিকা, বিপাকে আইসিসি

১ রান যোগ করেই ফিরে গেলেন শান্ত, মুশফিকের অর্ধশতক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা
