শেরপুরে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৩৯ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৩৪

শেরপুরের নালিতাবাড়ী থেকে ১শ’ বোতল বিদেশি মদসহ নবী হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

রবিবার রাতে উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা পূর্ব সমশ্চূড়া থেকে তাকে গ্রেপ্তার হয়।

পরে সোমবার সকালে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার নবী হোসেন পাশের উপজেলা নকলার টালকি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আবু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ীর দূর্গম পাহাড়ী এলাকার পূর্ব সমচূড়া লিচু বাগান এলাকার জনৈক সবুজ মিয়ার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় আমদানি নিষিদ্ধ ১শ’ বোতল বিদেশি মদসহ নবী হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সীমসহ একটি এ্যান্ড্রয়েড মোবাইল সেটও উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের পর মামলা দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :