সোমবারও সূচকে পতন, তবে বেড়েছে লেনদেন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রথম কার্যদিবসের মতো সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ২৯৯ কোম্পানির ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩টির, দাম কমেছে ৫৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২২১টি কোম্পানির শেয়ারের।  

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজে)