দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দ্বিতীয় কার্যদিবসে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর লেনদেনে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। শেয়ারটির দর ১৬ টাকা ৭০ পয়সা বা ৭.১৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার জুট স্পিনার্স সর্বশেষ ২১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন করে। এদিন কোম্পানিটি ১৮২ বারে ৭ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন করেছে।

পেপার প্রসেসিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ১১ টাকা ৮০ পয়সা বা ৫.৪৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

নাভানা ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সোমবার কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৬০ পয়সা বা ৫.৪৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৮০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল, জেমিনি সী, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, ওরিয়ন ফার্মা, বিডি মনোস্পুল পেপার ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজে)