পাঁচবিবি প্রাণিসম্পদ কার্যালয়ে জনবল সংকট

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:১১ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:১৮

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মকর্তাসহ ১১ জনের পদের বিপরীতে আছেন মাত্র ৩ জন। পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 

জানা গেছে, কার্যালয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা থাকলেও নেই ভেটেরিনারি সার্জন। উপ-সহকারি সম্প্রসারণ ৪টি পদের মধ্যে আছেন মাত্র ১ জন। এছাড়া উপ-সহকারি প্রাণিস্বাস্থ্য কর্মকর্তা, অফিস সহকারি, ড্রেসার ও পিয়ন এ ৪টি পদের বিপরীতে ১ জন করে থাকার কথা থাকলেও কয়েক বছর ধরে পদগুলো শূন্য রয়েছে।

দানেজপুর গ্রামের খামারি আব্দুল মান্নান মুন্না বলেন, আমার বেশ কয়েকটা মুরগির খামারি আছে কম-বেশি নানা রোগ লেগেই থাকে। অফিসে লোকজন বেশি থাকলে দ্রুত সেবা পাওয়া যেত।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নিয়ায কাযমির বলেন, পদগুলো শূন্য আছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসএম)