সংকটের মধ্যেও ভালো করছে পুঁজিবাজার: ডিএসই চেয়ারম্যান

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা সংকটের মাঝেও দেশের পুঁজিবাজার ভালো করছে বলে দাবি ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশের শেয়ারবাজারের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এই দাবি করেন তিনি।

ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। লেনদেন ও সূচক অনেক বেড়েছে। একইসঙ্গে মার্কেট ক্যাপিটালও বেড়েছে। গত বছর বাজার মূলধল ছিল ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে এর পরিমাণ সাড়ে ৭ লাখ কোটি টাকা। বর্তমান কমিশন গভর্নেন্সে বেশ মনযোগী হয়েছে। কমিশনের এই উদ্যোগ পুঁজিবাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

ইউনুসুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগ করা লোক অনেক কম। একইসঙ্গে খাতটিতে দক্ষ জনবলের অভাব রয়েছে। বাজারে গুটিকয়েক মানুষের পদচারণা রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও অনেক কম। এছাড়া পলিসি মেকারে আরও বেশি মনযোগ বাড়াতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরও উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি শারমিন রিনভী।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজে)