১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এসএমই ঋণ বিতরণ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২২, ১৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে স্পট এসএমই লোন বিতরণ করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গত শনিবার এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের (সিডব্লিউপি)আওতায় ৫ জন উদ্যোক্তার মাঝে এই স্পট ঋণ বিতরণ করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এই ঋণের চেক উদ্যোক্তাদের হাতে তুলে দেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই পণ্য মেলায় অংশগ্রহণকারী এসএমই উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে এই ঋণ বিতরণ করা হয়েছে।   

চেক বিতরণকালে এসএমই ফাউন্ডেশন এর চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এসএমই ফাউন্ডেশন এর পরিচালক এনায়েত হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমএইচ)