১২ মিনিটেই কোরিয়ার জালে ব্রাজিলের দুই গোল
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২২, ০১:১৯

কাতার বিশ্বকাপের নট আউটপর্বের ম্যাচে খেলতে নেমে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিল ১২ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে দিল দুই গোল। গোল দুটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও নেইমার।
ব্রাজিল একাদশ (ফরমেশন ৩-৪-২-১):
অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
দক্ষিণ কোরিয়া একাদশ (৪-২-৩-১):
কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এমএম)