নিজে গাড়ি চালিয়ে ক্রিমিয়া সেতু পরিদর্শন করলেন পুতিন

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৪৫

ঢাকা টাইমস ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মূল ভূখন্ডের সাথে ক্রিমিয়ার সংযোগকারী সেতু পরিদর্শন করেছেন। অক্টোবরে বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সোমবার তিনি এটি পরিদর্শন করেন। ওই সেতুতে বিস্ফোরণের জন্যে মস্কো ইউক্রেনকে দায়ী করে আসছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজ থেকে জানা গেছে, পুতিন নিজেই একটি মার্সিডিজ চালিয়ে সেতুটি দেখতে যান এবং এ সময়ে ডেপুটি প্রধানমন্ত্রী মরাত খুশনুল্লিনের কাছ থেকে এর মেরামত কাজের খোঁজখবর নেন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে।

গত ৮ অক্টোবর স্থানীয় সময় ভোরে প্রচণ্ড বিস্ফোরণে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া সংযোগ সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’হিসেবে দেখছে রাশিয়া। কের্চ ব্রিজ নামে পরিচিতি সেতুটি ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপন করেছে। এটি দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ রুট।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/ডিএম)