সিদ্ধিরগঞ্জে বাসায় গ্যাস বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৫৪ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:২৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসার ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে গৃহিণী আফরোজা আক্তার মারা গেছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আফরোজা মারা গেছেন। স্বামী ও মেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আফরোজার ভাই শাহীন প্রধান জানান, সিদ্ধিরগঞ্জ গোদনাইল উত্তরপাড়ায় একটি বাড়িতে স্বামী জসীম উদ্দীন, মেয়ে জয়া ও ছেলে জুনায়েদকে নিয়ে থাকতেন আফরোজা। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে রান্না ঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে আফরোজার শরীর এবং ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরে আগুন ধরে যায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

শাহীন আরো জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরে পাইপ লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। আফরোজা আক্তার গৃহিণী আর তার স্বামী বাস চালক। মেয়ে জয়া স্কুলে পড়ালেখা করে। ছেলে বাসায় থাকে।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, আফরোজার স্বামী জসীম উদ্দিনের শরীরের ৬৫ শতাংশ এবং জয়া ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন। ৭ শতাংশ পুড়ে যাওয়া জুনায়েদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :