২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের কমিটি ঘোষণা: ওবায়দুল কাদের

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২২, ১৪:৫০ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:০০

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস

২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের কমিটি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশন বসবে। সেখানে যারা প্রার্থী তাদের নাম প্রস্তাব  করা হবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরেও নাম প্রস্তাব করা হবে। আমি আশা করছি ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগে ছাত্রলীগের কমিটি করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরীকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা করা হয়। এর পর উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবিসহ নানা অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল ও রাব্বানী ছাত্রলীগের পদ হারান। তখন আল নাহিয়ানকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ‘ভারমুক্ত’ করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/০৬ডি‌সেম্বর/কেআর/এফএ)