জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:০৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:১৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাদা মজিবর রহমান (৬০) এবং নাতি কাওসার (৩)।

ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান সকালে বাড়ির পাশের জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র দিয়ে সেচের কাজ করছিলেন। এ সময় তার নাতি কাওসার ওই সেচযন্ত্রের তারে জড়িয়ে যায়। কাওসারকে উদ্ধার করতে গেলে মজিবর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিদ্যুৎচালিত সেচযন্ত্রের তারে মজিবর রহমান ও তার নাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাদের দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। 

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এসএ)