গণতন্ত্র সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর হাতের মুঠিতে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:২২ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'গণতন্ত্র সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর হাতের মুঠিতে।' বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি কবিতা 'যখন যা চাহে' চরণটা তারা যত্রতত্র ব্যবহার করে।' গণতন্ত্র আজ শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, 'পুলিশ প্রশাসন তাদেরই সাজানো। ক্ষমতাসীনরা ধানমন্ডি ৩২ নম্বরসহ যখন যেখানে মনে করেন তারা সমাবেশ করেছেন। তাদেরকে তো বেগ পেতে হয়নি। ৩০ দলসহ যারা সরকারের সমালোচনা করে তাদেরকে বেগ পেতে হয়।'

রিজভী বলেন, 'পল্টনে সমাবেশ এটা তো অনেক আগে থেকেই হয়ে আসছে। বছরের পর বছর এখানেই বিএনপি সমাবেশ করে আসছে। আমাদের নেতাকর্মীদের জন্য নয়াপল্টন একটি নিরাপদ জায়গা বলে আমরা মনে করি। আমাদের সমাবেশ, আমরা যেখানে ভালো মনে করব সেখানেই করব। আমরা তো কাজী নজরুল ইসলাম এভিনিউ বা গুলশান এভিনিউ চাচ্ছি না। যেখানে সমাবেশ হয়ে থাকে সেখানেই আমরা সমাবেশ করতে চাচ্ছি। প্রতিদিনই তো কমবেশি এখানে সমাবেশ হচ্ছে। তো ১০ তারিখ সমাবেশ করলে সমস্যা কোথায়? এখানেই তো এক ধরনের রহস্য কাজ করছে।'

রিজভী বলেন, 'আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আজকে জনগণ যে জিনিসগুলো হারিয়েছে, আমরা ফেরানোর সংগ্রাম করছি। আমরা নিপীড়ন সহ্য করছি, প্রতিনিয়ত গ্রেপ্তার, ওয়ারেন্টের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। তারপরও তারা কোথাও আমাদের সমাবেশ আটকাতে পারেনি। ঢাকার সমাবেশ তারা আটকাতে পারবে না। শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে যেসকল উদ্যোগ গ্রহণ করা দরকার আমরা করেছি।'

পুলিশ প্রশাসন সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিএনপির সমাবেশের অনুমতি না দিতে অনড় উল্লেখ করে রিজভী বলেন, 'আপনারা আমাদের সুবিধামত সমাবেশ করতে দিতে চাচ্ছেন না। গণতন্ত্রের বিষয়টি মীমাংসা করার জন্য আপনারা কে? দেশের নিরাপত্তার ব্যাপারে আপনাদের চিন্তা আছে, আমাদের চিন্তা নেই?'

উদহারণ দিয়ে রিজভী বলেন, 'অনুষ্ঠান তো আমাদের। আমার বাড়িতে বিয়ে ছোটভাই, বোন বা কারও বিয়ে হোক। আমি তো সবসময় চাইব, শান্তিপূর্ণ, সুন্দরভাবে অনুষ্ঠানটি সফল করতে৷ এই গণসমাবেশের আহ্বান যেহেতু বিএনপি, তার তো সর্বাত্মক চেষ্টা থাকবে, শান্তিপূর্ণ সুন্দরভাবে এটা সফল করার।'

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :