জয়পুরহাটে চেক ডিজঅনার মামলায় আইনজীবী কারাগারে

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:০০

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

একটি ব্যাংক চেক ডিজঅনার মামলায় ব্যাংকের চালান জালিয়াতি করে আসামির জামিন করার দায়ে জয়পুরহাট আদালতের আইনজীবী আনিছুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নীশিথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন। 

মামলার বিবরণে জানা যায়, সোহেল রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে চেকের টাকা পাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন এক জন পোলট্রি ফিড ব্যবসায়ী।

সেই মামলায় কারাগারে থাকা আসামি সোহেল রানাকে জামিনে মুক্ত করার জন্য আইনজীবী আনিছুর রহমান, ১ জন কারারক্ষী, ও ১ জন আইনজীবী সহকারীসহ ৬ জন যোগসাজশে করে ব্যাংকের চালান ও অন্যান্য কাগজ পত্র করে জাল জালিয়াতি করেন। সেই জালিয়াতি করা সে সব ভুয়া কাগজপত্র আদালতে উপস্থাপন করে সোহেল রানাকে জামিনে মুক্ত করানো হয়। 

পরে সোহেল রানার বিরুদ্ধে করা মামলার (পাওনাদার) বাদী ও ব্যাংকের সন্দেহ হলে তারা বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান। গোয়েন্দা পুলিশ তদন্ত করে আইনজীবী, মুহুরি ও কারারক্ষীসহ ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করে।

এ ঘটনায় অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক ছিলেন। 

সোমবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবি আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এআর)