দরবৃদ্ধির শীর্ষে মুন্নু অ্যাগ্রো, পতনে কনফিডেন্স সিমেন্ট

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর লেনদেনে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠেছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড। অন্যদিকে দরপতনের শীর্ষে উঠেছে কনফিডেন্স সিমেন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষে থাকা মুন্নু অ্যাগ্রোর শেয়ারদর ৪৯ টাকা ৪০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭০৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ২ হাজার ৭৯ বারে ১ লাখ ৩ হাজার ৭৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির দর বেড়েছে ৪২ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬০৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির ৭ টাকা ১০ পয়সা বা ৬.৬৪ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা বা ৪.৮১ শতাংশ কমেছে। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৮৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৩ বারে ১ হাজার ৯৭টি শেয়ার লেনদেন করেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে। মঙ্গলবার শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে দরপতনের তালিকার তৃতীয় স্থানে। মঙ্গলবার কোম্পানিটির দর ৫০ পয়সা বা ১.৮৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি,শমরিতা হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, পদ্মা অয়েল, অগ্নি সিস্টেমস, সোনালী পেপার ও বিডিকম অনলাইন লিমিটেড।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এজে)