লুকিং গ্লাস থাকবে সিএনজি অটোরিকশার বাইরে: হাইকোর্ট

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস গাড়ির বাইরে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী দুই মাসের মধ্যে ব্যবস্থা নিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) বলা হয়েছে।

একইসঙ্গে লুকিং গ্লাস সিএনজিচালিত অটোরিকশার বাইরে প্রতিস্থাপনের বিষয়টি গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে বলেছে আদালত।

মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে আইনজীবী মো. তানভীর আহমেদ সাংবাদিকদের জানান, আগামী দুই মাসের মধ্যে লুকিং গ্লাস সিএনজিচালিত অটোরিকশার বাইরে রাখার জন্য বিআরটিএকে ব্যবস্থা নিতে বলেছেন। একইসঙ্গে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এটি জানাতে বলা হয়েছে।

তানভীর বলেন, ‘বাধ্যতামূলকভাবে ফ্ল্যাট আয়না লাগাতে হবে এবং ঐচ্ছিকভাবে ফ্ল্যাট ও কনভে আয়নার সমন্বয়ে আয়না লাগানো যাবে। ঐচ্ছিকভাবে পেছনে দেখার জন্য ছোট ক্যামেরা লাগানো যাবে।

পরের আদেশের জন্য আদালত ২৮ ফেব্রুয়ারি দিন রেখেছেন বলেও জানান আইনজীবী তানভীর।

গত ১৭ নভেম্বর রাস্তায় চলাচলকারী সিএনজি অটোরিকশার লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে রাখতে হবে- হাইকোর্টে এমন প্রতিবেদন জমা দেয় বুয়েটের মেকানিক্যাল বিভাগ। সব শেষ শুনানি নিয়ে আদালত আজকে এ আদেশ দেন।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এসএন/কেএম)