কুমিল্লায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ২১:২২

কুমিল্লায় মাছ ধরা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউপি মেম্বারের সমর্থকদের মাঝে সংঘর্ষে জহির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জহির হোসেন সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

মঙ্গলবার বিকালে জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির হোসেন ভিটিকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে। আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছের প্রজেক্টের দখল নেওয়াকে কেন্দ্র করে ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ এবং ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল আলম গ্রুপের মধ্যে মানিককান্দি এলাকায় সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান জানান, দুইপক্ষের সংর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এসময় আরো ৯ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের অন্তত তিন সদস্য আহত হয়েছে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :