আসলেই কি রাজ ৩০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন?

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৫২

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢালিউডে এখন চর্চার বিষয় উঠতি তারকা শরীফুল ইসলাম রাজের পারিশ্রমিক। এই অভিনেতা নাকি একটি ছবিতে অভিনয়ের জন্য ৩০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন। তাই নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ রাজের চাওয়াকে সমর্থন জানিয়েছেন, কেউ আবার মন্তব্য করেছেন, এক লাফে এতটা পারিশ্রমিক বাড়ানো যুক্তিসঙ্গত নয়।

কিন্তু সমর্থন দেওয়া আর সমালোচনার আগে এটা জানা জরুরি যে, আসলেই রাজ কোনো ছবিতে অভিনয়ের জন্য ৩০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন কিনা।

এ প্রসঙ্গে ‘পরাণ’ ছবির ‘ব্যাড বয়’ রোমান ওরফে শরীফুল রাজ গণমাধ্যমের কাছে দাবি করেছেন, ৩০ লাখ টাকা পারিশ্রমিক চাওয়ার বিষয়টি পুরোপুরি গুজব। পাশাপাশি তিনি এমন প্রশ্নও তুলেছেন, ‘এসব খবর কারা ছড়াচ্ছেন?’

রাজ দাবি করেছেন, ‘আমি কোনো গণমাধ্যমে আমার পারিশ্রমিকের কথা বলিনি। পারিশ্রমিকের বিষয়টা আমার একান্তই ব্যক্তিগত। যে প্রযোজক এবং পরিচালকের সঙ্গে কাজ করব, তাদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে কথা হবে। এটি বাইরে শেয়ার করার বিষয় নয়। অথচ কয়েক দিন ধরে এটি নিয়ে হইচই। বড় ইস্যু বানানো হচ্ছে। এতে কার কী লাভ?’

৩০ লাখ টাকা পারিশ্রমিক চাওয়ার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে আবার ধোঁয়াশাও সৃষ্টি করে রাখলেন রাজ।

অভিনেতার প্রশ্ন, ‘একটা বড় বাজেটের ছবিতে একজন শিল্পীকে যদি প্রায় দেড় বছর ধরে কাজ করতে হয়, ওই সময়ের মধ্যে যদি অন্য কোনো ছবিতে তাকে কাজ করতে নিষেধ করা হয়, তাহলে ছবির বাজেট অনুযায়ী ওই শিল্পী যদি ৩০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েই থাকেন, তাতে অপরাধ কী?’

রাজের মতে, ‘শুটিং করাই শুধু শিল্পীদের কাজ নয়, এর বাইরে অনেক কিছুই মেইনটেন করতে হয়। শিল্পীদের জীবনের বাস্তবতায় অনেক খরচের ব্যাপার আছে। সুতরাং ভালো সিনেমা, অভিনয়ের বাইরেও পারিশ্রমিকের বিষয়টিও বড় ব্যাপার শিল্পীদের কাছে।’

রাজ বলেন, ‘সিনেমা হলে দর্শক ফিরেছে, ভালো সিনেমা তৈরি হচ্ছে। প্রযোজক লাভের মুখ দেখছেন। তাহলে শিল্পীরও তো পারিশ্রমিক বাড়া উচিত।’ তিনি বলেন, ‘২০১৬ সালে আমি সিনেমায় আসি। ছয় বছর পরে কি সেই আগের পারিশ্রমিকেই কাজ করব? আগের সেই পরিবেশ পরিস্থিতি এখন নেই। জীবনযাত্রার মান বেড়েছে। তাহলে কীভাবে একজন শিল্পী তার নিজের জীবনযাপন ও পরিবারের ব্যয় বহন করবেন?’

৩০ লাখ টাকা পারিশ্রমিকের বিষয়টি নিয়ে তাকে নানা জায়গায়, নানা মহলে ছোট করা হচ্ছে, হাসির পাত্র বানানো হচ্ছে বলে অভিযোগ করেন রাজ।

হতাশার সুরে অভিনেতা বলেন, ‘আজ যদি পারিশ্রমিক বেশি চাওয়ার খবরটি বলিউড, টলিউডে ঘটতো, তাহলে সেখানকার শিল্পীদের অ্যাপ্রিশিয়েট করা হতো। কিন্তু আমাদের এখানে উল্টোটা। এখানে শিল্পীদের ছোট করা হয়। এটি খুবই দুঃখজনক।’

চলতি বছরে পরপর দুটি হিট ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শরীফুল রাজ। একটি ‘পরাণ’, অন্যটি ‘হাওয়া’। দুটি ছবিই ব্যাপক ব্যবসা করেছে। অন্যদিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘দামাল’ ব্যবসায়িক দিক থেকে সফল না হলেও বরাবরের মতো সেখানে নজর কেড়েছে শরীফুল রাজের অভিনয়। তাই পারিশ্রমিক তিনি বাড়াবেন, এটা সমর্থন করছেন অনেকেই।

তবে একটি মহল যুক্তি দিয়ে বলছেন, একজন শিল্পী ভালো কাজ করলে পারিশ্রমিক বাড়াবেন সেটি স্বাভাবিক। তবে এক লাফে এতটা পারিশ্রমিক বাড়ানো সমর্থনযোগ্য নয়। কারণ হিসেবে তারা বলছেন, দেশে সিনেমা হলের সংখ্যা একেবারেই কম। কিছু সিনেমা ব্যবসা করলেও তা আহামরি নয়। তাই অল্প অল্প করে পারিশ্রমিক বৃদ্ধির পক্ষে তারা।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এজে)